বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূরনগর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার শ্রেণী কক্ষে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নম্র ভদ্রতা শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার প্রদান করা হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকাত হোসেন বাবু এর সভাপতিত্বে ও সুপার হাফেজ মাওঃ মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাওঃ মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমিদাতা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আবু ইউসুফ, প্রভাষক মোঃ শাহ আলম, সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওঃ আব্দুল আলিম, শিক্ষক মাওঃ আব্দুল হান্নান, ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল প্রমুখ।