বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে গরিব, অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৮ রমজান বুধবার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অত্র এলাকার গরিব, অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী হিসেবে পরিবার প্রতি খেজুর ১কেজি, ছোলা ১কেজি, চিনি ১কেজি, চিড়া ১কেজি, আলু ২কেজি, তেল ১লিটার, মুড়ি ১প্যাকেট, সেমাই ২প্যাকেট বিতরণ করা হয়। অত্র এলাকার গরীব, অসহায় ও দুস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এই ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং রমজান মাস ব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত বিতরণ কার্যক্রম নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ শেখ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হোসেন, শুভ সাহা সহ অত্র ফাউন্ডেশনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।