বিশেষ প্রতিনিধি \ প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। এমন অসহায় দুঃস্থ, ছিন্নমূল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। গতকাল বুধবার বেলা ১১ টায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয়ে উক্ত ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর দারুল উলুম সিদ্দিকীয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ৩০ জন কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, আরাফাত হোসেন, মাদ্রাসা শিক্ষকবৃন্দ সহ শিশুদের পরিবারের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ কালে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন বলেন, প্রতি বছর গরীব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় খুব কম স্বামর্থ্যবানদের। অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে আজীবন কাজ করে যাবে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন।