বিশেষ প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুনের সভাপতিত্বে প্রতিটি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ছোলা ৫০০ গ্রাম, চিড়া ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, সুজি ১ প্যাকেট, টোস্ট ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম, মুড়ি ১ প্যাকেট উপহার হিসাবে বিতরণ করা হয়। উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরনগর ক্যাটারিং সার্ভিস এর পরিচালক মোঃ ফারুক হোসেন, উক্ত ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, মোঃ হাবিবউল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ। এসময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন বলেন, আমরা আজ আসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে সত্যি অনেক ভালো লেগেছে। পুরো রমজান মাস আমাদের এই ইফতার সামগ্রী উপহার প্রদান চলমান থাকবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং অনুদান পাঠিয়ে যাহারা আমাদের পাশে ছিলেন সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।