মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

নূরনগর মোটর ভ্যান চালক সমিতির নির্বাচনে সভাপতি আমজাদ সরদার ও সম্পাদক হযরত আলী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর ত্রিমোহনী মোড় মটর ভ্যান চালক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় এক আনন্দঘন পরিবেশে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মটর ভ্যান চালক সমিতির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোটর ভ্যান চালক সমিতির ৬৭ জন ভোটারের মধ্যে ৬৩ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে মোঃ আমজাদ হোসেন সরদার চেয়ার প্রতিক নিয়ে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয় ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল গফফার ভ্যানগাড়ি প্রতিক নিয়ে ১৭ ভোট পায়। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে মোঃ হযরত আলী ঢালী টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয় ও তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আব্দুল সবুর ফুটবল প্রতীক নিয়ে ১৭ ভোট পায়। উক্ত নির্বাচন পর্যবেক্ষণ সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, আ’লীগ নেতা ডাঃ মোঃ ইলিয়াস আহমেদ, ইউপি সদস্য গাজী আব্দুস সামাদ সামিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com