বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে মৎস্য সেটে মাছ চুরিরত অবস্থায় আবু সাঈদ (২০) নামে এক চোরকে হাতে নাতে আটক করা হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী গ্রামের আব্দুর রফিকের পুত্র। ঘটনা সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে নূরনগর মৎস্য সেটে মাছ ক্রয়-বিক্রয়ের সময় সুযোগ বুঝে চোর আবু সাঈদ গাজী ফিশ প্রোঃ আলহাজ্ব গাজী আব্দুস সামাদ এর মৎস্য সেট থেকে মাছ চুরি করাকালীন তাকে হাতেনাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মাছ চুরি করার সহ মেসার্স বিসমিলাহ ফিস থেকে একটি মোবাইল চুরি করার কথা স্বীকার করে। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা ৭,৫০০/= টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে চোর আবু সাঈদকে ছাড়িয়ে নিয়ে যায়।