বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর মৎস আড়ৎ থেকে মাছ চুরি রত অবস্থায় রাসেল হোসেন (১৬) নামে এক চোরকে আটক করা হয়েছে। সে উপজেলার ভুরুলিয়া গৌরীপুর গ্রামের তৌহিদ মিস্ত্রির পুত্র। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার সকালে নূরনগর মৎস আড়ৎ চলাকালীন সময়ে আলাহর দান এন্টারপ্রাইজ থেকে মাছ চুরি করা অবস্থায় রাসেলকে হাতেনাতে আটক করে মৎস আড়ৎ কর্তৃপক্ষ। আটক পূর্বক তার অভিভাবকদের জানালেন রাসেলের পিতা ঘটনাস্থলে আসে। বিচারের এক পর্যায়ে চোর রাসেল এই ঘটনার আগেও তিনবার চুরি করেছে বলে স্বীকার করে। রাসেলের পিতা তৌহিদ মিস্ত্রি সকলের কাছে ক্ষমা চায় এবং এই ঘটনার পুনরাবৃত্তি হবে না এই মর্মে ১০ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা দিয়ে রাসেলকে ছাড়িয়ে নিয়ে যায়।