স্টাফ রিপোর্টার ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জেহের আলী সরদার (৭২) এর স্মৃতিচারণ, বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ ফেব্র“য়ারি শুক্রবার মাগরিব নামাজ বাদ নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, অত্র পরিষদের কর্মকর্তা-সদস্য, মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিশু সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সার্বিক তত্ত্বাবধানে মোঃ জেহের আলী সরদার এর স্মৃতিচারণ ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন শিশু সাহিত্য গবেষণা পরিষদের সহ-সভাপতি ডাঃ মাওঃ আব্দুল হান্নান, মুফতি মোঃ মফিজুর রহমান, হাফেজ মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আইয়ুব আলী, সাংবাদিক মোঃ নুরুজ্জামান, হামজা ল্যাবরেটিজ এর প্রতিনিধি মোঃ মইনুদ্দিন আহমেদ ময়না, অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি গোবিন্দপ্রসাদ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ রুস্তম আলী, মরহুমের বন্ধু অনিল চন্দ্র সরকার, ব্যবসায়ী মোঃ নুরুল আমিন, ব্যবসায়ী মোঃ মহিবুল্লাহ, মোঃ আব্দুল গফফার, মোঃ আনিসুর রহমান, আহম্মেদ আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাজসেবক মোঃ জেহের আলী সরদার এর রুহেরশান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম। উল্লেখ্য তিনি গত গত ১৭ ফেব্র“য়ারি শনিবার ৪ টা ৩০ মিনিটে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম এর খালাতো ভাই ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি ও শিশু সাহিত্য গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর শ্রদ্ধেয় পিতা।