শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার মাড়িয়ালার পোস্ট মাষ্টার নূরুল হকের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার যোহর নামাজ শেষে মরহুমের বাড়ীতে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শুরুতে কুরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া পাঠ শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান। উল্লেখিত দোয়ানুষ্ঠানে মরহুমের আত্মীয় স্বজনরা ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেন।