স্পোর্টস ডেস্ক \ প্রথমার্ধে এগিয়ে যাওয়া ডাচদের শেষ ষোলোর জন্য অপেক্ষা বাড়াল লাতিন আমেরিকার দেশটি। জিতলেই প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। এই সমীকরণের সামনে দাঁড়িয়ে আসরের দ্রুততম গোলটি করলেন কোডি হাকপো। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল একুয়েডর। নেদারল্যান্ডসদের রুখে দিয়ে জমিয়ে দিল শেষ ষোলোয় যাওয়ার লড়াই। আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে। এতে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক কাতারের।