এফএনএস স্পোর্টস: অধিনায়ক ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসের জোড়া সেঞ্চুরিতে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে জিম্বাবুয়ে।বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। আরভিন ১২১ ও উইলিয়ামস ১০২ রানে অপরাজিত থাকেন। হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে দুই ওপেনারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ পায় নেপাল। ওপেনার কুশল বার্তেল ৯৫ বলে ১৩ চার ও ২ ছক্কায় ৯৯ রান করেন। আরেক ওপেনার আসিফ শেখ ৭ চারে ১০০ বলে ৬৬ রান করেন। উদ্বোধনী জুটিতে ১৯১ বলে ১৭১ রান করেন তারা। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা নেন ৪ উইকেট। জবাবে তৃতীয় উইকেটে ১২৫ বলে ১৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৩৫ বল বাকি থাকতে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন আরভিন ও উইলিয়ামস। ১৫ চার ও ১ ছক্কায় ১২৮ বলে অপরাজিত ১২১ রান করে ম্যাচ সেরা হন আরভিন। ৭০ বলে ঝড়ো ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন উইলিয়ামস। তার ইনিংসে ছিলো ১৩ চার ও ১ ছক্কা।