সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ষ্টাফ রিপোর্টার \ দেশের প্রাথমিক শিক্ষাই জাতি গঠনে এবং শিক্ষিত সমাজ বিনির্মানের মহাক্ষেত্র, আর এই শিক্ষায় যারা কর্মরত তারা নিশ্চই ভাগ্যবান, কারন সৃষ্টিকর্তা তাদের এই সুযোগ দিয়েছেন। যে সকল শিক্ষা বিভাগীয় কর্মকর্তা বা শিক্ষক যথাযথ দায়িক্ত পালন করেন তারা সত্যিকর অর্থে মহান। এই প্রতিবেদন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রাথমিকের এক প্রধান শিক্ষকের অসুস্থ ছাএীর খোজখবর নিতে ফল নিয়ে ছাএীর বাসায় যাওয়া কে কেন্দ্র করে। শহরের অনতিদুরের দুরের গ্রাম নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা তার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিক্ষর্থী কাজলের অসুস্থতার খবরে পায়ে হেটে চললেন তার বাড়ীর উদ্দেশ্যে ফল আর নতুন স্কুল ব্যাগ ও নিলেন। পৌছালেন আদরের কন্যাতুল্য ছাএী কাজলের বাসায়। পরম মমতায় আদর,স্নেহ আর সহমর্মিতার আবেগে অনুযোগে একাকার হয়ে জানান দিলেন তিনি তার কন্যার কাছে, পাশে। কাজল সহ কাজল পরিবার অনন্য অসাধারন বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করলেন হেড ম্যাডাম তাদের বাড়ীতে তার কন্যার শয্যাপাশে। এ দৃশ্য অভাবনীয় আবার পরম মমত্ব বোধ আর দায়িক্তশীলতার প্রতিমুখ। পুরো পরিবার প্রধান শিক্ষকের আগমনে তার সংস্পর্শে উপস্থিত হলেন। শহর হতে দুরের নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই গ্রাম টির সৌন্দর্য আর বিদ্যালয় টির সৃষ্টিশীলতার বরপুত্র পৌছেছে। সেই সৃষ্টিশীল, শিক্ষাবীদ এক সময়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষর্থী রেবেকা সুলতানা। তিনি শিক্ষকতায় নিজেকে আপদমস্তক বিলিয়ে জাতি গঠনে অতন্ত্র প্রহরী।সারা বাংলাদেশ নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর নেহালপুরের ন্যায় অলো ঝলমলে গ্রমে পরিণত হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com