বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি ফুটবল মাঠে সহকারী অধ্যাপক মরহুম মফিজুল ইসলাম স্মৃতি আট দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সেলিম রেস্টুরেন্ট বিজয়ী হয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। বুধহাটা যুব কিশোর সংসদ ফুটবল একাদশ ও সেলিম রেস্টুরেন্ট (বিনের পোতা সাতক্ষীরা) ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় সেলিম রেস্টুরেন্ট ১-০ গোলে বিজয়ী হয়। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ও খেলা উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক তরিকুল ইসলাম, মাঠ সভাপতি নুরুল ইসলাম সরদার, অবসর প্রাপ্ত সেনা সদস্য হযরত গাজী, বিকাশ মণ্ডল, রুবেল মোড়ল, বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম শান্ত, রায়হান হোসেন, বাদশা প্রমূখ উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন ডাঃ রবিউল ইসলাম।