বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর বাজার নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মাঘের এই কনকনে ঠান্ডায় মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত তীব্র শীতে অসহায় গরীব দুঃখী মানুষ একটু উষ্ণতার খোঁজে ব্যাকুল ঠিক সেই মুহুর্তে “অসহায়ত্বের পাশে আছি” এই শ্লোগানকে সামনে রেখে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ১ লা ফেব্র“য়ারি রাত সাড়ে ৮ টায় নূরনগর কাঁচাবাজার প্রাঙ্গণে কনকনে ঠান্ডায় বাজারের সকল নৈশ প্রহরীদের একটু উষ্ণতা দিয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করার লক্ষ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল-মামুন, সাংবাদিক এস এম জাকির হোসেন, ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, অত্র ফাউন্ডেশবনের সদস্য শুভ সাহা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উলেখ্য নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি পালন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ফ্রী মেডিকেল ক্যাম্প, অসহায় শিশুদের গুঁড়া দুধের ব্যবস্থা, ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র কম্বল বিতরণ সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যা অত্র ফাউন্ডেশন ইতিমধ্যে উপজেলার সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।