দেবহাটা অফিস \ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন গতকাল গাজিরহাটে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন টিম প্রধান ও যুগ্ম আহ্বায়ক মো: মাসুম বিলাহ, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন মেম্বর, মোখলেছুর রহমান মুকুল, হাসান সরাফি, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, প্রভাষক কামাল হোসেন, আলতাফ হোসেন, সখিপুর সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, ইউনিয়ন ও ওয়ার্ড নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা: লুৎফর রহমান, রাজিব হোসেন রাজু, ইমান আলী, রেজাউল, আসাদুজ্জামান বাবুল, হাবিবুর রহমান, আ: রহমান, শহিদুল ইসলাম, কওছার আলী, আ: জলিল, রেজাউল ইসলাম, আ: মাজেদ, আকবর আলী, আ: গফ্ফার, আজমীর, রাশেদ, জুলমত, বাবুল, আসাদুজ্জামন বাবলু, অহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন শফিকুল ইসলাম প্রমুখ। কর্মী সম্মেলনের টিম প্রধান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিলাহ বলেন, বিগত ফ্যাসিস্ট, আওয়ামী দুঃশাসনের সময়গুলোতে ত্যাগী, মিথ্যা মামলার আসামী সহ হয়রানীর শিকার বিএনপি নেতা কর্মীদেরকে আগামী দিনেও দলের নীতি আদর্শকে এবং ঐক্যকে ধরে রাখতে বিশেষভাবে কাজ করতে হবে।