দেবহাটা অফিস \ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন গতকাল বিকালে হাদিপুরে অনুষ্ঠিত হয়েছে। গাজিরহাট শিমুলিয়া বিদ্যালয় মাঠে পূর্ব নির্ধারিত সম্মেলন স্থলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলে হাদিপুরে কাউন্সিলরদের সমার্থনে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাসুম বিলাহ প্রভাষক কামাল হোসেন ও রাজিব হোসেন রাজু, সিনিয়র সহ—সভাপতি হয়েছেন আব্দুর রহমান। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমার্থকদের উপস্থিতিতে উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আহ্বায়ক মাসুম বিলাহ, প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন বিএনপির অন্যতম নেতা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন মেম্বর, হাসান সরাফি, মোখলেছুর রহমান মুকুল, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, আলতাফ হোসেন, সুমন বাবু, সখিপুর সদস্য সচিব আবুল হোসেন বকুল, গোলাম রসুল খোকন, হাবিবুর রহমান, আ: আজিজ প্রমুখ। প্রধান অতিথি বলেন কেন্দ্রীয় ও জেলা নির্দেশনা মোতাবেক ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বিএনপিতে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শহীদ রাষ্ট্রপতির দল বিএনপিকে এগিয়ে নিতে হবে। বিএনপি এদেশের মাটি ও মানুষের দল।