দেবহাটা অফিস ॥ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, প্রাক্তন মন্ত্রী বারবার নির্বাচিত অধ্যাপক ডা: রুহুল হক এমপিকে নোয়াপাড়া ইউনিয়নের পক্ষ হতে গতকাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকাল পাঁচটায় বিপুল সংখ্যক ইউনিয়নবাসির উপস্থিতিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী নেতা কর্মির অংশ গ্রহনে সংবর্ধিত বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রধান অতিথি অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, আমি ঋনি জাতির পিতার কন্যার কাছে কারন তিনি আমাকে দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি সর্বপরি সাতক্ষীরা জেলার উন্নয়নের ও জেলাবাসিকে সেবা করার সুযোগ দিয়েছেন, আমি ঋনি আমার জনগনের কাছে যারা (আপনারা) বার বার আমাকে বঙ্গবন্ধুর নৌকাকে জয়যুক্ত করে চলেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির অপ্রচার, অগ্নী, সন্ত্রাস করেও ভোট বন্ধ করতে পারেনি, জনগন স্বতস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান, সাতক্ষীরায় মেডিকেল কলেজ হয়েছে, দ্রুত সময়ে রেল পথ হবে, ফোরলেন সড়ক হচ্ছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সবই জননেত্রী শেখ হাসিনার অবদান, আমাকে আপনারা বারবার ভোট দিয়েছেন তাই দায়বদ্ধতাও বেশি। আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকবো। এর পূর্বে আয়োজককারী নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান, একই সময়ে বিভিন্ন পেশজীবী, দলীয় নেতা কর্মি সহ প্রতিষ্ঠান ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা সভায় ক্রেস প্রদান, ফুলেল শুভেচ্ছা জানান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আালহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, আসাদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ, আ’লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সম্পাদক মাহমুদুল হাসান শাওন, আবু বকর গাজী, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের মাহবুবুল আলম খোকন, লোকমান কবির, যুবলীগ ইউনিয়ন সভাপতি হাফিজুল ইসলাম, ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী, মিজানুর রহমান, মোনায়েম হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম,শওকত হোসেন, মাহমুদ হোসেন, নুরুজ্জামান প্রমুখ। নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেবআলী গণ সংবর্ধনা সফলে এবং আগতদেরকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।