দেবহাটা অফিস ॥ দেবহাটার নোয়োপাড়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন আগামী ২৭ জুলাই। ওয়ার্ডটির মেম্বর মিজানুর রহমান গত ৫জুন মৃত্যুবরন করলে পদটিশুন্য হয়। ইতিমধ্যে এই উপনির্বাচনকে কেন্দ্র করেবিশেষ উৎসাহের সৃষ্টি হয়েছে। গতকাল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে দুই প্রার্থী আনিছুর রহমান বকুল ও কামরুল ইসলামপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১১ জুলাইপ্রতিকবরাদ্ধ করাহবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন। চার নম্বর ওয়ার্ডের উপনির্বাচন হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে অনুষ্ঠিত হবে।