স্টাফ রিপোর্টার: চুকনগর বাজারে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন খুলনা জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী নির্বাচনে খুলনা ৫ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। গতকাল সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের মাঝে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরন করেন। এসময় আ’লীগ নেতা অজয় সরকার বলেন, দেশে উন্নয়ন ও অগ্রগতি ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। দেশের মানুষের ভাল রাখতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। এছাড়া সন্ধ্যায় চুকনগর বাজারে শহীদ যতীন কাশেম সড়কে ও ঐ এলাকার ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও তাদের সার্বিক খোজ খবর নেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন। ইউপি সদস্য আলাউদ্দিন আলী, আ’লীগের নেতা সরদার রফিকুল ইসলাম, শেখ খায়রুল ইসলাম, মহৎস্যজীবী লীগের নেতা দিপক মন্ডল, সজন মন্ডল, ছাত্রলীগের নেতা হাসানুজ্জামান সহ আ’লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।