স্টাফ রিপোর্টার ঃ দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে উন্নয়ন ও শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সদরের ভোমরা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আছাদুজ্জামান বাবু তিনি বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের জন্য কাজ করে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে আবার নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মো: শাহাজান আলী, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সামছুজ্জামান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।