কলারোয়া প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার পৌরসদরসহ বিভিন্ন বাজারে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার ও রবিবার সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নৌকা প্রতীকের পক্ষে এ লিফলেট বিতরণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা মুসলিম আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মুসলিম হাজরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবু ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা দাউদ আলী, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অজিহার রহমান, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা মিলন হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড আশরাফুল ইসলাম বাবু, বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল গাজী রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান মনিরুল ইসলাম মনি, প্রচার সম্পাদক মাসুদ আক্তার গাজী, যুবলীগ নেতা ইমরান খান, বাবলু আবুজার গিফারী, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান আবুল কালাম, ইব্রাহিম খলিলসহ অনেকে। উল্লেখ্য, উপজেলার লাঙ্গলঝাড়া বাজার, গোয়ালচাতর বাজার, বালিয়াডাঙ্গা বাজার, কেড়াগাছি বাজার, মাদরা বাজার, সোনাবাড়িয়া বাজার, মাদরা বাজার, হিজলদী বাজার, বুঝতলা বাজার, চান্দুরিয়া বাজার, গয়ড়া বাজার, সিঙ্গাবাজার, কাজিরহাট বাজার, ব্রজাবাকসা বাজারে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।