বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দ্যোগে ২০২১-২২অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্র্রোগ্রাম ফেজ -২প্রজেক্ট (এনএপিটি -২) এর আওতায় সিআইজি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুর ২ টায় সদর উপজেলা অডিটোরিয়ামে সদর কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খমার বাড়ি সাতক্ষীরার জেলা প্রশক্ষিন অফিসার কৃষিবিদ এসএম খালিদ সাইফুলা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।অন্যদের মধ্যে ছিলেন কৃষি উপ-সহকারী অমল কুমার সাহা, বাঁশদহা কৃষি উপ-সহকারী উত্তম কুমার সাহা,উপসহকারী ইয়ছিন আরাফাত,তারক কুমার,উপসহকারী প্রনব কুমার,উপ-সহকারী আফজাল হোসেন,উপ-সহকারী নীলকন্ঠ সরকার। সিআইজি সদস্যদেরর মধ্যে ইয়ারব হোসেন রেজউল ইসলাম,নুরূল ইসলাম ইক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।সমগ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর কৃষি সম্প্রসারন অফিসার লাবন্য কুমার সরকার।