এফএনএস: নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে শীতার্ত দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে লোহাগড়ার দুস্থ ও অসহায় তিন হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ ছাড়াও ক্যাম্পের পাশে একটি মাদ্রাসা মাঠে দিনব্যাপী ৫৫ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে সেনাবাহিনীর ১১ জন অভিজ্ঞ ডাক্তার রোগীদের সেবা দেন। এ ছাড়া বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করতে এসেছি। ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করতে পেরে ভালো লাগলো। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবা অব্যাহত থাকবে। এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, চিফ কনসালটেন্ট জেনারেল মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ এবং জেনারেল অফিসার কমান্ডিং ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।