এফএনএস: ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৭৩ নেতাকর্মীর নামোলেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উলেখ করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনের নামোলেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার উলেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহŸায়ক আমান উলাহ আমান, দক্ষিণের আহŸায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদের ভ‚ইয়া জুয়েল। গত বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এ সময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, খিচুড়ি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমান উলাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মতিঝিল ও শাহজাহানপুর থানায় মামলা: এদিকে নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা আহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে করেছে এই মামলা। এতে আসামি করা হয়েছে বিএনপির ২৮ নেতাকর্মীকে। তাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন ২০ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে নাশকতার অভিযোগ এনে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়। শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোলা জানান, মামলায় ৫৫ জনের নাম উলেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে উলেখ করা হয়, বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের সামনে মহাসমাবেশের অনুমতি না পেয়ে শাহজাহানপুরের চাঁনমারী বাটক্রসিং এলাকায় লাঠিসোঠা লোহার রড, ইট পাটকেল, ককটেল ও বিভিন্ন মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় যানচলাচলে প্রতিবন্ধকতা ও সরকার বিরোধী শ্লোগান দেন। তারা নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম করতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে হামলা করেন। এ সময় কালো টেপ লাগানো জর্দ্দার কৌটা সদৃশ পুরাতন টিনের কৌটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।