বর্তমান বাজার ব্যবস্থার মূল্য বৃদ্ধির প্রবনতা বেড়েই চলেছে। প্রতি দিনই পণ্য সামগ্রীর মুল্য বৃদ্ধি হাওয়া ঘুর্ণিমান হচ্ছে। নিত্যপন্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি সবজির বাজারেও চলছে চরম অস্থিরতা, এমন কোন দিন নেই যে দিনে বাজারের স্থিতিশীলতা বিঘœ ঘটছে না। আমাদের দেশের এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীদের অনৈতিক প্রচেষ্টা এবং অধিক মুনাফা লাভের কারনে পন্য বাজারে অস্থিরতা আর মূল্য বৃদ্ধির ঘটনা ঘটে চলেছে। সাতক্ষীরার বাস্তবতায় যেমন থেমে নেই অসাধু কথিত ব্যবসায়ী চক্র অনুরুপ চলছে পন্য সামগ্রীর মূল্য বৃদ্ধির অনৈতিকতা। এখানে একটি বিষয় স্পষ্ট ভাবেই বলা সমিচীন আর তা হলো সরকার বা কর্তৃপক্ষ যতই পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীলতা বা ভোক্তা সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করুক এ ক্ষেত্রে যদি পাইকারী বা খুচরা ব্যবসায়ীরা মানবিক প্রকৃত ব্যবসায়ী না হয় এবং তাদের মাঝে অধিক মুনাফা লাভের আসা থাকে তাহলে সব ধরনের প্রচেষ্টা বিফলে যেতে বাধ্য। পরিস্থিতি কোন পর্যায়ে গেছে সামান্য তরমুজ বিক্রি হচ্ছে কেজিতে, পত্র পত্রিকায় প্রকাশিত খবরা খবরে দেখা গেছে কোথাও কোথাও তরমুজ কেজিতে বিক্রি করার প্রতিবাদে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছে। বর্তমান সময় চলছে রমজান মাস, রোজার দিন গুলোতেও এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা তাদের অনৈতিক কর্মকান্ড পরিহার না করে পবিত্র রমজানের শিক্ষার প্রতিপক্ষ হিসেবে অবস্থান করছেন। উৎপাদনকারী ব্যবসায়ী সহ ভোক্তা সাধারন আমরা যে যার অবস্থান হতে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধে কাজ করি।