শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

পদ্মপুকুরের প্রধান রাস্তার চরম দুরাবস্থা \ ভোগান্তিতে জনসাধারণ \ দেখার কেউ নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

শামীম, (পদ্মপুকুর) শ্যামনগর প্রতিনিধি: পদ্মপুকুর ইউনিয়নের প্রধান রাস্তার চরম দুরাবস্থা দীর্ঘ দিনের ! এরই মধ্যে চলাচলে বিঘœ সৃষ্টি করছে মৎস্যজীবী ঘের মালিকরা। সীমাহীন ভোগান্তিতে হাজার হাজার জনসাধারণ। এ যেন দেখার কেউ নেই। এলজিইডি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী এলাকাবাসীর। পদ্মপুকুর চেয়ারম্যান ঘাট থেকে গাবুরা ব্রীজ পর্যন্ত প্রায় ১১ কিলোমিটারের এই মধে ১ কিলোমিটারের রাস্তাটি এখন প্রায় সমভূমির ন্যায়। ঘুর্নিঝড় ২০০৯ এর আইলায় ডাবল ইটের এই রাস্তাটি বিধ্বস্ত হয়ে যায়। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও আজও রাস্তাটির পুনঃ নির্মাণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাঁদা পানির সংমিশ্রণ ও সকল প্রতিবন্ধকতা মাড়ীয়ে স্কুল কলেজ মাদ্রাসা, হাট বাজারে হাজারো এলাকাবাসীর চলাচল প্রধান এই রাস্তা দিয়ে। এক দিকে যেমন জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারে নেই কোন ভূমিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অন্য দিকে ঘেরের রাস্তা সংস্কারের নামে এক শ্রেণীর অসাধু ঘের মালিক রাস্তাটি ইসকো (ভেকো) মেশিনে রাস্তার স্লোব কেটে নাস্তা নাবুদ করে চলেছে। এবং রাস্তায় পানি কাঁদা মাটি রেখে সাধারণের চলাচলে চরম বিঘ্নতায় মেতে উঠেছে স্থানীয় মৎস্যজীবী ঘের মালিকরা। এই বিষয় অত্র ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আমজাদু ইসলাম দৃষ্টিপাতকে জানান, আমি এটা শুনিনি তবে সরকারি রাস্তায় কোন প্রকার লোনা পানি লাগানো অবৈধ এবং রাস্তা কাটা বা রাস্তার স্লোব কাটা সবকিছু অবৈধ। এমন ঘটনা পরিলক্ষিত হলে খুব দ্রুত এর ব্যবস্থা নিবো এবং আমার অত্র ইউনিয়নের সরকারি রাস্তায় কোন লবন পানি লাগতে দেব না’ এহেনো পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে এলজিইডি সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সচেতন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com