পদ্মপুকুর শ্যামনগর প্রতিনিধি: আল ইমদাদ ফাউন্ডেশন এর অর্থায়নে বেসরকারি সংস্থা আমান এনজিও এর সহযোগিতায় অসহায় ও বিধবাদের জন্য পদ্মপুকুর ইউনিয়নে ৫ টি এবং শ্যামনগর সদর ইউনিয়নে একটি গৃহনির্মাণ করা হয়েছে। আমানের অন্যতম সদস্য এম, সারাফাতুর রহমানের তত্ত্বাবধানে ঘরগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের ৬৪ জেলাতেই এ ধরনের উন্নয়নমূলক কাজ করে কৃতিত্ব অর্জন করেছে (আমান)। দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করার পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে খুব বেশি প্রাধান্য দিয়েছে। যেমন,কয়রা ও গাবুরায় বিভিন্ন স্থানে ডিপ টিউবওয়েল ও ঘর নির্মাণ করে পাঁচ শতাধিক বিধবা, অসহায়ের মাঝে বন্টন করেছেন। এ সকল সহায়তা পেয়ে উপকার ভোগীরা বলেছেন, এই শীতে আমাদের একটা থাকার ঘর ছিল না। আমান ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমান ফাউন্ডেশন আরো এগিয়ে যাক এবং উপকূলীয় মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারে সে আশা রাখি। আমানের প্রধান নির্বাহী বলেছেন, উপকূলীয় অঞ্চল গাবুরা পদ্মপুকুর এবং কয়রাতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকিবে ইনশাল্লাহ।