শামীম হোসেন পদ্মপুকুর শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে পরিষদের ২০২২-২৩ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদের সভাপতিত্বে তার বক্তব্যে বলেন একটি ইউনিয়নের অর্থ বছরের বিভিন্ন ধরনের উন্নয়ন হয়। নির্ধারিত বাজেট ধরা হয়। বাজেট গ্রহন করা হয় তা জনকল্যাণ কীভাবে ব্যয় করা হয়। তারই একটি পূর্ব পরিকল্পনা যা ইউনিয়নবাসীর জানার অধিকার শুধু নয় জনগণের সুচিন্তিত মতামত প্রণয়নের ভিত্তিতে এটি করা হয়। ইউনিয়নে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, মাদ্রাসা, এতিমখানা, কার্যক্রম এবং সংস্কারের করার উদ্যোগ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ খালেদা আইয়ুব ডলি। বাজেটের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব গৌরাঙ্গ মন্ডল এবার আয় ধরা হয়েছে ২ কোটি ৭১ লক্ষ ৫৩ হাজার ৭০০ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭১ লক্ষ ৫৩ হাজার ৭০০ টাকা। বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ মোঃ মফিজুল ইসলাম,আব্দুস সবুর সানা,মোঃ হাফিজুর রহমান,মোঃ লিয়াকত হোসেন খোকন,শেখ জামাল উদ্দিন,উত্তম কুমার মন্ডল,তপন কুমার মন্ডল,মোঃ রেজাউল করিম,মোঃ আহসানউলাহ। মাছাঃ আকরাম মিজান,শুক্কুরী রাণী,জাহানারা খানম, এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র ইউনিয়নের সাধারন মানুষ সকলের উপস্থিতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মামুন।