শামীম হোসেন পদ্মপুকুর শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলা পদ্মপুকুর, গাবুরা ইউনিয়নের মানুষের গরমের সঙ্গে পালা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং।শহরাঞ্চলের লোডশেডিং তেমন একটা না হলেও গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক।বিদ্যুৎ বিভাগ থেকে রমজান শুরুর আগে বলা হয়েছিল, আগের যেকোনো সময়ের তুলনায় এবার রোজায় বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকবে। কিন্তু তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। রমজানের শুরু থেকেই পদ্মপুকুর গাবুরা অঞ্চলে প্রায় ইফতারি এবং তারাবির নামাজের সময় বিদ্যুৎ থাকে না। সারাদিন চৈত্র মাসের রোদে পোড়ে মুসলিম ভাই ও বোনেরা রোজা রেখে সারাদিন পরে ইফতারের ও তারাবি নামাজের সময় বিদ্যুত পায়না। সারাদিন রোজা রেখে কষ্ট করে তারাবির নামাজ পড়তে গিয়েও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।এ বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে চাইলে ফোনে রিসিভ করেনি। অত্র ইউনিয়নের মসজিদের নামাজ ও তারাবীর জন্য অনেক কষ্ট হচ্ছে। পড়ছে তাই উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন ইফতারের ও তারাবির সময় যেন বিদ্যুৎ থাকে।