বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পদ্মপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৭/০৩/২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম যৌথ স্বাক্ষরিত আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটি মোঃ ইলিয়াজ হোসেনকে সভাপতি, মোঃ এমদাদুল ইসলামকে সিনিঃ সহ—সভাপতি, মোঃ আমিরুল ইসলাম ও মোঃ জিনারুল ইসলামকে সহ—সভাপতি, মোঃ আবু রায়হানকে সাধারণ সম্পাদক, মোঃ ওহিদুজ্জামানকে সহ—সাধারণ সম্পাদক, মোঃ আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মোঃ মজিবুল্ল্যাহ সহ—সংগঠনিক সম্পাদক, ইউসুফ আলী সানাকে দপ্তর সম্পাদক, বিল্লাল হোসেনকে প্রচার সম্পাদক, মনিরুল ইসলামকে সহ প্রচার সম্পাদক, ফেরদাউস হোসেনকে ক্রিড়া সম্পাদক, খলিলুর রহমানকে ক্যাশিয়ার এবং ১৮ জন সদস্য করে এই কমিটি গঠন করা হয়।