পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নে হাতেনাতে মোবাইল চোর ও মাদক বিক্রেতা আটক করেছে স্থানীয়রা। আটক চোর মোঃ সোহাগ হোসেন (৩৫) পাখিমারা গ্রামের মোঃ খোকন গাজীর পুত্র। জানাগেছে পাখিমারা রাত দুইটার সময় সবাই নিঝুম রাতে ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময় ঐ গ্রামের আনারুল ইসলামের ঘেরের বাসায় ঢুকে দুইটা মোবাইল নিয়ে আসে ঘেরের বাসায় থাকা মালেক তাকে দেখে ফেলে তার কাছে জিজ্ঞেস করলে সে বলে আমি ফোন নেইনি। সকালে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলামের কাছে হস্তান্তর করলে চৌকিদার ভীতি দেখানোর পরে দুইটা মোবাইল বের করে দেয়। তার কাছে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে গাঁজা সেবন করে এবং অপরকে গাঁজা এনে দেয়। স্থানীয়রা আরো জানান, সে এখান থেকে দুই দিন আগে বাইনতলা গ্রামে মমিনুর নামে এক ছেলের ঘর থেকে মোবাইল চুরি করে নিয়ে আসে। সেই মোবাইল একজনের কাছে বিক্রি করে দিয়েছে। সবকিছু স্বীকারোক্তি নেয়ার পরে স্থানীয় চেয়ারম্যান তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের দাবি তার জন্য অত্র এলাকার মানুষ মাদকাসক্ত জড়িয়ে পড়ছে অনেক চেষ্টার পরে তাকে ধরা গেলো এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন।