মীর আবুবকর \ আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, এনডিসি মোহাম্মদ মহিউদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ওসি ভারপ্রাপ্ত বিশ্বজিৎ কুমার, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সড়কের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, আ’লীগ নেত্রী সংস্কৃতিকর্মী শামীমা পারভীন রতœা, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত। ২৫ জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করবে জেলাবাসী। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়েছে।