দেবহাটা অফিস \ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গতকাল পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ আয়োজনে শরিক হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালী বিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিন শেষে আনন্দ সমাবেশে অংশ নেন এসএসসি, শিক্ষক সহ শিক্ষার্থীরা। দেশের মর্যাদা আর সক্ষমতার প্রতিক পদ্মা সেতুর উদ্বোধনী দিন টিতে শিশু শিক্ষার্থীদের সাথে উপস্থিত এসএমসি সভাপতি আবু তালেব মোল্যার সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ জিয়াদ আলীর পরিচালনা ও ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিটিআই সভাপতি আবু রায়হান, সদস্য মঞ্জুরুল ইসলাম, শরিফুল ইসলাম সহ সহকারী শিক্ষক বৃন্দ, র্যালী ও সমাবেশ শেষে প্রোজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন শিক্ষার্থী শিক্ষকরা সহ পরিচালনা পরিষদের সদস্যরা।