বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

পদ্মা সেতু দিয়ে পায়ে হেঁটে পার হতে পারবো -ডাঃ রুহুল হক এমপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় আশাশুনি এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এ সম্মেলন এর আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, প্রত্যেক সহযোগী সংগঠনকে সু-সংগঠিত করে গড়ে তুলতে হবে। যে উদ্দেশ্যে বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধুর সেই উদ্দেশ্য বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আর মাত্র কয়েক দিন পরে আমরা পদ্মা সেতু দিয়ে পায়ে হেঁটে পার হতে পারবো। এসকল অভুতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন একত্রিত হয়ে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দ্বিধা-দ্বন্দ ভুলে মিলেমিশে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি আহŸান জানান। সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের প্রত্যেকটি সহযোগী সংগঠনের গুরুত্ব অপরিসীম। তাই সহযোগী সংগঠন গুলো গঠনের সময় আমাদেরকে সার্বিক বিষয় মাথায় রাখতে হবে। আমাদের উদ্দেশ্য হবে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা। আর এ আদর্শ বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই করতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন, জেলা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম খান বাবু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক আফসারুর জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আয়েশা সিদ্দিকা, শেখ এহসান হাবিব অয়ন প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কারা আসছে এটা ঢাকা কেন্দ্রীয় অফিস থেকে জানানো হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com