স্টাফ রিপোর্টার ঃ গোটা জাতি ভাসছে আনন্দ স্রোতে, দিকে দিকে আনন্দ আয়োজন আর উৎসবের বরতা, দেশের সক্ষমতা আর মর্যাদার প্রতিক, উন্নয়ন এবং অগ্রগতির পুরোধা বহুল কাঙ্খিত পদ্মা সেতুর জন্যই সব ধরনের আলোক বিচ্ছুরন। আর মাত্র ৬ দিন তারপর ২৫ জুন ঐ দিনেই দেশবাসি, বিশ্ববাসি দেখবে বিশ্বের বিস্ময় পদ্মা সেতুর পথ চলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ্মা সেতুর রুপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন জাতির শ্রেষ্ঠতম অর্জন গুলোর অন্যতম পদ্মা সেতু। পদ্মা পারের লাখো মানুষ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। রাজধানী ঢাকার সাথে সরাসরি যোগাযোগের সেতু বন্ধনে সম্পৃক্তে দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার জনগোষ্ঠী ২৫ জুনের মহেন্দ্রক্ষনের অপেক্ষায়। দিকে দিকে উৎসবের যে বরতা সেই উৎসবের কাতারে সাতক্ষীরার বিশ লক্ষাধীক জনগোষ্ঠী। দেশের অপার সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরার কৃষক, সাতক্ষীরার মৎস্য চাষী, সবজি উৎপাদনকারী সহ বিভিন্ন প্রকারের ব্যবসায়ীরা যারা সাতক্ষীরা হতে ঢাকায় এবং ঢাকা হতে সাতক্ষীরায় পন্য সামগ্রী আনা নেওয়া করে তারা কেবল তাদের ব্যবসায় সাফল্য বা লাভ করে না, এই অঞ্চলের কর্মসংস্থানের ক্ষেত্র বিস্তৃত করে, এই এলাকার অর্থনীতিকে চাঙ্গা করে বিধায় পদ্মা সেতু সাতক্ষীরার জন্য বিশেষ ধরনের আর্শীবাদ। গোটা বিশ্বের কাছে পদ্মা সেতু সত্যিকার অর্থে বিস্ময়ের বিষয়। বাংলাদেশ যে এগিয়ে চলেছে, নিজের অর্থে পদ্মা সেতু নির্মান করতে পেরেছে এটাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন, গর্ব, সম্মান, সক্ষমতা, মর্যাদা।