স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অজ্ঞানের চিকিৎসক ছাড়া অপারেশনের প্রস্তুতি কালে পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে। জানাগেছে, ঐ ক্লিনিকে কোন অজ্ঞানের চিকিৎসক ছাড়া অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন ডা: বরকত আলী সহ ক্লিনিক কর্তৃপক্ষ। এসময় ভ্রাম্যমান আদালতের টিম সরাসরি উপস্থিত হয়ে ঐ চিকিৎসক কে ৫ হাজার ভূয়া অজ্ঞানের চিকিৎসক মেহেদী কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঐ ক্লিনিকে কোন চিকিৎসক ও নার্স না থাকা এবং অজ্ঞানের চিকিৎসক ছাড়া অপারেশন করা অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গীর মোড়ে ডিজিটাল মেডিকেল সেন্টারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মো: আকাশ আহমেদ, এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়েন্ত সরকার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।