বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মুহাদ্দিস রবিউল বাসার শ্যামনগরে বিএনপি’র দু—গ্রুপের সংঘর্ষ,রণ ক্ষেএ, ১৪৪ ধারা জারী, ভাংচুর,সদস্য সচিব অবাঞ্চিত ঘোষনা,সেনা পুলিশ উপস্থিতি রংপুর বিভাগে আবারও শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতজনিত রোগ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম রপ্তানি পণ্যে হিসেবে নতুন মাত্রা যোগ করেছে কৃষিপণ্য খুলনা সদর থানার ওসির অপসারণ দাবি বিএনপির হাসিনার আমলে লুট হয় ১৭ বিলিয়ন ডলার ফিনল্যান্ডের রাষ্ট্রপতিকে ড. ইউনূস অপরাধের দায় স্বীকার না করে আ. লীগ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

পরকালের মুক্তির লক্ষে দুনিয়ার স্বার্থ পরিহার করি সাতক্ষীরায় ইসলামী সম্মেলনে ড. গালিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর ইসলামী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল বিকাল ৪টা থেকে সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে আহলেহাদীছ আন্দোলনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক অধ্যক্ষ মাও: মুহা: আলতাফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পবিত্র কুরআন হাদীসের আলোক গুরুত্বপুর্ণ বক্তব্য পেশ করেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও আহলেহাদীছ বাংলাদেশ আমীর ড. মুহা: আছাদুল্লাহ আল গালিব। তিনি বলেন, মানবতার ধর্ম ইসলাম দুনিয়াবী প্রতিহিংসার উর্দ্ধে উঠে মানবিক গুনাবলীর বিকাশ ঘটাতে হবে। বিশ্বস্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামীন কর্তৃক প্রেরিত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পরকালিন মুক্তির জন্য কাজ করতে হবে। জাতীয় রাজনীতিতে ক্ষমতার লিপ্সা জাতিকে দ্বিধা বিভক্ত করছে। তিনি আরো বলেন, ফিলিস্তীনির উপর ইসরাইলের বর্বর হামলা মানব সভ্যতার ইতিহাসে কলঙ্ক জনক অধ্যায়। ইসলামে মানুষ হত্যার কোন বিধান নেই। পরকালের মুক্তির জন্য দুনিয়ার স্বার্থক্ষুন্ন পরিহার করে চলতে হবে। সন্ত্রাসবাদ জঙ্গীবাদ ও মাদক বিরোধী পদক্ষেপ গ্রহন এবং ফিলিস্তীনিদের নির্যাতিত অসহায় মুসলমানদের পক্ষে নেওয়ায় সরকার প্রধান কে ধণ্যবাদ জানান। একই সাথে প্রধানমন্ত্রী কোরআন ও হাদীছ বিরোধী কোন আইন পাশ করা হবে না মর্মে সে করেছি তা বাস্তবায়নের আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী অধ্যাপক মুহাঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাঃ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাঃ সাখাওয়াত হোসেন, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ সাকিব, ড. মুহাঃ কাবীরুল ইসলাম, আহলেহাদীছ যুবসংঘের সভাপতি মুহা”ঃ শরীফুল ইসলাম মাদানী, আহলেহাদীছ আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাঃ রফিকুল ইসলাম, মাওলানা মুহাঃ আব্দুল মান্নান, প্রেন্সিপিাল আজিজুর রহমান, মাওলানা সোহেল বিন আকবার মাদানী প্রমুখ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পিস টিভি বাংলার আলোচক মাওলানা জাহাঙ্গীর আলম ইসলাহী, এছাড়া আরো বক্তব্য রাখেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com