এফএনএস বিদেশ : ভারতের মহারাষ্ট্রে পরপর তিন কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে স্বামী। এ ঘটনায় অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাই থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে অবস্থিত পার্বণী জেলার এক গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্তের নাম কুন্ডিক উত্তম কালে। ৩২ বছর বয়সী এই যুবকের সাথে বিয়ে হয়েছিল মাইনা নামের এক তরুণীর সাথে। মাইনার বোনের দাবি, পরপর কন্যাসন্তানের জন্ম দেয়ার জন্য নিয়মিত দিদিকে গঞ্জনা সহ্য করতে হতো। উত্তম তাকে মারধরও করতো বলে তিনি অভিযোগ করেছেন। তৃতীয় সন্তানও মেয়ে হওয়ার পর থেকে অত্যাচার আরো বাড়ে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার নির্যাতন চরমে ওঠে। তারপরই পেট্রল এনে সে গায়ে আগুন দিয়ে দেয় মাইনার। আতঙ্কে তিনি রাস্তায় বেরিয়ে ছুটতে থাকেন। এলাকার লোক দেখতে পান দাউদাউ আগুনে জ্বলছেন তরুণী। দ্রুত আগুন নেভানো হয়। দেখা যায়, ততক্ষণে প্রায় পুরো শরীরই পুড়ে গেছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গত শনিবার গ্রেফতার করা হয়েছে উত্তমকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।