শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পারুলিয়ায় পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু শীতে কাঁপছে সারাদেশ \ বইছে মৃদু শৈত প্রবাহ ঠান্ডাজনিত রোগ ছড়িয়েছে জনজীবনে \ শিশু ও বৃদ্ধদের বিশেষ পরিচর্যা জরুরী সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দ ভাস্কর্য উন্মোচন নূরনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রান্তিক উঠান প্রশিক্ষণ আশাশুনি সচেতনতা সৃষ্টিতে পুলিশের মহড়া আশাশুনি রাজা হত্যা মামলার ২ আসামী আটক শহর জামায়াতের বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অ—১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪—২৫ খুলনাকে হারিয়ে সাতক্ষীরা বিভাগীয় চ্যাম্পিয়ন কালিগঞ্জ উপজেলা জাসাসের কমিটি বর্ধিত ডুমুরিয়ায় সাবেক ইউপি সদস্য’র বাড়িতে চুরি

পরশ-তাপসকে মঞ্চে ডেকে নিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

এফএনএস: ‘পাঁচ বছরের পরশ, তিন বছরের তাপস। বাবা-মায়ের লাশ পড়ে আছে। দুটি বাচ্চা বাবা-মায়ের লাশের কাছে গিয়ে চিৎকার করছে। বাবা ওঠো, বাবা ওঠো..। মা ওঠো, মা ওঠো…। সেদিন কেউ সাড়া দেয়নি।’ এভাবেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনি হত্যাকান্ডের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তৃতাকালে তিনি এ স্মৃতিচারণ করেন। কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘আজকে এখানে পরশ ও তাপস বসে আছে।’ তখন প্রধানমন্ত্রীর চোখ যায় পরশের দিকে। তাপস মঞ্চে থাকলেও পরশ ছিলেন না। তিনি নিচে প্রথম সারিতে বসেছিলেন। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘পরশ সামনে চুপ করে বসে আছে। পরশ আসো, আস কাছে আসো। ওকে নিয়ে আসো..।’ পরশ আসলে তাপসও এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কান্না করেন। দুই ভাই ও প্রধানমন্ত্রীর কান্নায় তখন ভারী হয়ে ওঠে পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত সবার তখন চোখে পানি। এসময় শেখ হাসিনা নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আজকে ওরা বড় হয়ে গেছে…।’ পরে মঞ্চে উঠে প্রধানমন্ত্রীর পা ছুয়ে সালাম করেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ। শেখ ফজলুল হক মনি ও আরজু মনি দম্পতির দুই সন্তান শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস। পরশ বর্তমানে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্বে। আর শেখ তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com