মীর আবু বকর ॥ সাতক্ষীরায় বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে। সামাজিক বন বিভাগের উদ্যোগে গতকাল বেলা ১১ টায় শহরের অদূরে দেবনগর প্রাণসায়ের খালের পাড়ে সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ। তিনি বৃক্ষরোপণ উদ্বোধন কালে বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। আপনি গাছ লাগান, গাছ লাগালে কোন ক্ষতি নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগাতে হবে। বর্ষাকালে বৃক্ষরোপণের উপযুক্ত সময়। এখন বৃক্ষরোপণ করলে গাছ বাচার সম্ভাবনা বেশি থাকে। তাপপ্রবাহের মধ্যে গাছ লাগালে বেশি পরিচর্যা করতে হয়। সকলকে বৃক্ষরোপনের জন্য উৎসাহিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, মোঃ আলী হোসেন, বাবুলিয়া সেবা সংঘের সভাপতি কাওসার আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বন বিভাগের কর্মকর্তা, গ্রাম পুলিশ। উল্লেখ্য সদরের দেবনগর বাইপাস হইতে কৈখালী গ্রাম পর্যন্ত খালের পাশে বকুল, জাম, কাঁঠাল, চিকরাশি অর্জুন ইত্যাদি গাছ রোপন করা হয়।