এস এম জাকির হোসেন ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়রে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি এর সাথে সৌজন্য সাক্ষাত করা হয়েছে। গতকাল ২১ মার্চ বেলা ১২ টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের বাংলাদেশ সচিবালয়স্থ কার্যালয়ে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি এর সাথে সৌজন্য সাক্ষাত করলেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। সৌজন্য সাক্ষাৎকালে এমপি আতাউল হক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরা-০৪ আসনের উপকূলীয় অঞ্চলের নদীগুলোর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, ফলে নদীর পানি বেঁড়িবাদ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে এতে করে জান-মালের ব্যাপক ক্ষতি হচ্ছে। নদীর তলদেশ ড্রেজিং করা, টেকসই বেঁড়িবাদ নির্মাণ, ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানান। তারাই দাবির পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় জলবায়ু ট্রাস্ট গঠন করা হবে। উক্ত ট্রাস্টের আওতায় ক্ষতিগ্রস্ত উপকূলবাসীকে টেকসই বেঁড়িবাদ নির্মাণ, পুনর্বাসন সহ কর্মসংস্থােেনর সৃষ্টি করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপকূলবাসীর জন্য খুবই আন্তরিক। তিনি অতি দ্রুত উপকূলবাসীর সমস্যাগুলোর সমাধান করে তাদের মুখে হাসি ফোটাবেন।