বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

পরুলিয়ায় গলদা রেনু গায়েব \ উদ্ধারে কুলিয়ার ব্যবসায়ীরা দুই লক্ষ টাকার রেনু খোয়া \ উত্তেজনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

দেবহাটা অফিস \ অন্যদিনের ন্যায় সোমবারও গলদা রেনু ব্যবসায়ীরা পারুলিয়া সড়ক বেয়ে কুলিয়া সহ দেশের বিভিন্ন এলাকায় গলদা রেনু নিয়ে গন্তব্যে চলছিল, সকাল ছয়টার কিছু সময় আগে ব্যবসায়ীদের রেনু বহনকারীর সহযোগিতায় পারুলিয়া এলাকার সড়ক হতে একটি চক্র চব্বিশ পলি সংখ্যায় সতের লাখের বেশী রেনু নিজেদের আয়ত্বে নিয়ে স্থানীয় একটি হ্যাচারীতে রাখে, ঘের ব্যবসায়ীরা ঘেরের জন্য অপরিহার্য রেনু সংগ্রহের জন্য কুলিয়া রেনু আড়ৎ গুলোতে অপেক্ষারত। উক্ত রেনু নিয়ে তার ঘেরে ছাড়বে। অন্যদিকে মূল ব্যবসায়ীরা অথ্যাৎ মালিকরা ও ঘের ব্যবসায়ীরা রেনুর অপেক্ষায় থেকে জানতে পারে বহনকারীর সহযোগিতায় আর ইচ্ছায় কয়েক লক্ষ টাকার রেনু গায়েব হয়েছে এবংপারুলিয়া এলাকার এক হ্যাচারিতে রক্ষিত আছে ও বাগেরহাট এলাকায় নিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছে, ততক্ষনে দুপুর গড়িয়ে গেছে কুলিয়ার ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে রেনু রক্ষিত হ্যাচারিতে উপস্থিত সোরগোলে স্থানীয় লোকজন সহ পথচারি ও উৎসুক জনতার সমারোহ উদ্ধার হলো গায়েব হওয়া রেনু, তবে সব নয়, ইত্যবসরে দুই লক্ষ রেনু অন্যত্র সরিয়ে পরিপূর্ণ গায়েব হয়েছে। উত্তেজনা বাড়তে থাকে কুলিয়া হতে আগত ব্যবসায়ীরা খোয়া যাওয়া রেনুর সন্ধান চায়। সবশেষ উপস্তিত অনেকে আশ্বাস দিলো সমাধানের। এরই মধ্যে বহনকারীকে খুজে বের করতে সক্ষম হলো ব্যবসায়ীরা। সামগ্রিক ঘটনা প্রবাহ কুলিয়া ব্যবসায়ী, হ্যাচারী এলাকায় উপস্থিত লোকজন সহ সংশ্লিষ্টদের তথ্য ও ভাষ্য এবং বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি একাধিক সংস্থা জেনেছে এবং তদন্ত করছে বলে জানা গেছে। গত দুই দিন যাবৎ গলদা রেনুর ঘটনা ব্যাপক ভাবে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে সেই সাথে চলছে উত্তেজনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com