এফএনএস স্পোর্টস: প্রথম দুই টেস্ট জয়ের পর সিরিজ নিয়ে অনেকটাই নির্ভার হয়ে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার; কিন্তু তার আগেই দুঃসংবাদ শুনতে হলো তাদের। ইনজুরির কারণে সিরিজের বাকি তিন টেস্টের জন্য তারা পাচ্ছে না অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে। এজবাস্টন এবং লর্ডসে প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বাকি তিন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ ছিল ১০০ টেস্ট খেলা নাথান লায়ন। কিন্তু দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়েই ডান পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই বাদ পড়তে হচ্ছে তাকে। লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পরে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমি চাইনি চোট নিয়ে লায়ন ব্যাট করুক; কিন্তু সে কারও কথা শোনেনি। দেশের জন্য নেমে পড়েছিল। লায়ন এক কথায় অসাধারণ। তবে সিরিজের বাকি ম্যাচে ওকে আর পাব না আমরা।’ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পান নাথান লায়ন। তার পায়ের পেশিতে টান ধরে। এরপর আর মাঠে থাকেননি; কিন্তু অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন লায়ন। খোঁড়াতে খোঁড়াতে কোনোমতে ব্যাট করছিলেন তিনি। চার রান করে আউট হয়ে লায়ন যখন ফিরছেন তখন অস্ট্রেলিয়ার সমর্থকেরা দাঁড়িয়ে হাততালি দেন। পরে আর বল করতেও নামতে পারেননি তিনি। ২০১৩ সালের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে টানা ১০০টি টেস্ট খেলেছেন নাথান লায়ন। লর্ডসেই সেই কীর্তি গড়েছেন তিনি; কিন্তু এবার দলের বাইরে থাকতেই হচ্ছে তাকে। লায়নের পরিবর্তে হেডিংলেতে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে স্পিনার টড মারফিকে।