পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক কানিজ ফাতেমার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি মাহমুদ আলী সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, আলহাজ্ব মোহাম্মদ আলি সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুস আলী, মোঃ তৌহিদুর রহমান (অভিভাবক সদস্য) স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর জৈষ্ঠ্যপূত্র মঈনুর হোসেন খান চৌধুরী ও কনিষ্ঠ পুত্র অস্ট্রেলিয়ায় প্রবাসী মো: মোমিনুর হোসেন শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। তাঁরা পিতার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহযোগীতা করার মনোভাব ব্যক্ত করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করেন। অত্র প্রতিষ্ঠানে কর্মরত মরহুম আমজাদ হোসেন খান চৌধুরী কন্যা সাবিনা খান চৌধুরী বিউটি পরিবারের পক্ষ হতে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শামিমুর রহমান, ইসরাইল আলম, আফতাবুজ্জামান, হেম নাথ সরকার, প্রিয়াংকা রানী, রেহানা খাতুন, ফ্লোরা আক্তার, দেবী সাধু, তানিয়া আক্তার, সহযোগিতায় আনজির, আসাদুর রহমান, পলাশ ও রোজিনা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ আনোয়ারুল হাসান। -প্রেস বিজ্ঞপ্তি