স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল সিসি ঢালাই রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল পলাশপোল সার্বজনীন মন্দিরের সামনে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, এসও মোহব্বত হোসেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি সমীর কুমার বসু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য মন্দিরের সামনে থেকে সমীর কুমার বসুর বাড়ী পর্যন্ত ১০০ মিটার রাস্তা ২ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে।