কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর পলীমঙ্গল তরুণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সমিতি চত্বরে শুরুতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন মাওলানা মুফতি মহাসিন কবির। সমিতির আহবায়ক প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ইয়াছিন আরাফাত শাওনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম, ফজর আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব ফেরদাউস শিমল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সেকেন্দার নগর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ খায়রুল বাশার।