চন্দনপুর (কলারোয়া) প্রতিনিধি ॥ গবাদি প্রাণীর প্রজনন ও উৎপাদন শীলতা বৃদ্ধিতে, পল্লী প্রাণী চিকিৎসকদের করণীয় এবং দক্ষতা উন্নয়নে এ্যাডভেন্ট ফার্মা লিঃ, পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশন (চচঈঅ) কলারোয়া কার্যালয়ে এক সেমিনার ২২ ফেব্র“য়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সহ-সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে, ও যুগ্ম সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট এম এ মাসুদ রানার পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভেন্ট ফার্মার (এ,এম) মোহাম্মদ মোখলেসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এ্যাডভেন্ট ফার্মার (এম ও) শফিউদ্দিন শাহিন কলারোয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃআলী হোসেন, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল করিম, বাইবেল থেকে পাঠ করেন জেমস আকুল মন্ডল, সেমিনারে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের সংগঠনভুক্ত ২৫ জন পল্লী প্রাণী চিকিৎসক অংশগ্রহণ করেন।