দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ পশু চিকিৎসক নামে পরিচিত ফতেপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হবি আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা ১টায় দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ ফতেপুর গ্রামের মৃত আহসান উল্লাহ ঢালীর ছেলে। পরিবারের সদস্যরা জানান তিনি কয়েক বছর ধরে ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার বেলা ১ টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। আগামীকাল রবিবার যোহর নামাজের পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।