দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় গণহত্যা পরিচালনা করলেও তারা ও প্রতিনিয়ত হামাস যোদ্ধাদের দ্বারা হামলার শিকার হচ্ছে এবং নিহত হচ্ছে। এমন কোন দিন নেই যে দিনে বা সময়ে দখলদার ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থলাভিযানের মাধ্যমে ফিলিস্তিনিদের হত্যা করছে না আবার তারা ও হত্যাকান্ডের শিকার হচ্ছে। গতকাল দখলদার বাহিনীর পাঁচ সদস্যকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। রাফা শহরের অভ্যন্তরে চোরাগুপ্ত হামলায় এই পাঁচ দখলদার সেনা নিহত হয়েছে। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে বৃহস্পতিবার রাতে দখলদার বাহিনীর সদস্যরা ট্রাঙ্ক সহ সাজোয়া বহর নিয়ে রাফা শহরের অভ্যন্তরে হামাস নির্মূলে অভিযান পরিচালনার নামে রাফার ঘরে ঘরে তল্লাশী অভিযান পরিচালনা করতে থাকে এলোপাতাড়ি গুলিবর্ষন সহ সাধারন ফিলিস্তিনিদেরকে গ্রেফতার করতে থাকে এমন সময় হামাস যোদ্ধাদের একটি সশস্ত্র দলদখলদার বাহিনীকে লক্ষ্য করে গোলাগুলি শুরু করলে ঘটনাস্থানে পাঁচ দখলদার সেনা করুন ভাবে নিহত হয়। উল্লেখ্য এ পর্যন্ত হামাস সদস্যদের হতে অন্তত পাঁচ সহস্রাধীক দখলদার সেনার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসেমের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছে গত নয় মাসে আমাদের বীর যোদ্ধাদের হামলায় পাঁচ হাজারের বেশী দখলদার সেনা নিহত হয়েছে। অবশ্য ইসরাইলের পক্ষ হতে সর্বাধিক নয়শত সেনার নিহত হওয়ার কথা স্বীকার করা হয়। এদিকে ইসরাইলের সরকারের মধ্যকার মত বিরোধের কারনে যুদ্ধ কালীন মন্ত্রসভার একাধিক সদস্যের পদত্যাগের পর মন্ত্রীসভা ভেঙ্গে দেওয়ার ঘটনা দেশটির অভ্যন্তরীন রাজনৈতিক পরিস্থিতি নাজওকতায় পূর্ণতা পাওয়ার ঘটনা ঘটেছে এরই মধ্যে দেশটির সরকার ও সেনা বাহিনীর মধ্যে বিরোধ বিভাজন ও মতবিরোধ প্রকাশ্যে এসেছে। নয় মাসের যুদ্ধ ধকল আর হামাসের হামলায় বিপর্যস্থ সেনা বাহিনীর মনোবল ভেঙ্গে পড়ার সাথে সাথে যুদ্ধ করতে অনাগ্রহী হয়ে পড়েছে সেনারা। এদিকে ইসরাইলি সরকার মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছে যে তারা হয়ত হামাসকে পরাজিত করতে পারবেনা, হামাস অপারাজেয় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। হামাসের পক্ষ হতে আবারও কঠোর ভাবে হুশিয়ারী উচ্চারন করে বলা হয়েছে যেকোন অবস্থাতেই হামাস পরাজিত হবে না। দখলদার ইসরাইলি বাহিনীকে অবশ্যই হামাস সদস্যরা পরাজিত করবে। দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা আবারও উত্তর ও মধ্য গাজায় গণহত্যা পরিচালনা শুরু করেছে। ইসরাইল প্রতিনিয়ত হিজবুল্লাহকে নিশ্চিহৃ করার হুমকি প্রদান করলেও ইসরাইলের ভূ-খন্ডে হিজবুল্লাহর হামলা থেমে নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে কোন সময়ে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে। এদিকে জাতিসংঘ এবার ইসরাইলি সেনা বাহিনী সম্পর্কে বিষ্ফরন মূলক মন্তব্য করেছে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স ও এ এফপির খবরে বলা হয়েছে ইসরাইলি সেনা বাহিনী বিষয়ে জাতিসংঘের মন্তব্য এই বাহিনী ভয়াবহ, অমানবিক বাহিনী, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে যে কারনে যে কোন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হতে ইসরাইলের জন্য অস্ত্র সরবরাহ বন্দঘোষণা হতে পারে, এদিকে হুতি যোদ্ধারা সাগরে জাহাজে হামলার পর এবার ইসরাইলের ভু-খন্ড ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। উক্ত ক্ষেপনাস্ত্রের নাম দিয়েছে ফিলিস্তিনি ক্ষেপনাস্ত্র। হামাস প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধ বিরতিবিষয়ে আবারও বলেছে কেবল মাত্র তাদের শর্ত মানলেই যুদ্ধ বিরতি হবে।