শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

পাইকগাছার চাঁদখালীতে অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধে অভিযান: ৫টি চুলি­ ধ্বংস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনার পাইকগাছায় একের পর এক অবৈধ কয়লা তৈরীর চুলি­ গড়ে ওঠায় পরিবেশ বিপর্যয় তৈরি হচ্ছে। পরিবেশ সুরক্ষায় নিয়মিত কার্যক্রম হিসাবে পাইকগাছার চাঁদখালীর অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধ করতে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে কয়লা তৈরীর চুলি­ ধ্বংস বা বন্ধে অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান। এসময়ে চুলি­র আগুন নেভানোর জন্য পার্শ্ববর্তী উপজেলা আশাশুনি ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নেওয়া হয়। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা পরিদর্শক মোঃ মারুফ বিল­াহ, উপজেলা এপিসি মোঃ আনোয়ার হোসেন, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, পুলিশ ও আনসার সদস্য বৃন্দ। এসময়ে ৬৯টি চুল­ীর মধ্যে স্কাভেটর দিয়ে ৫ টি ধ্বংস করা হয়েছে। বাকী কয়লা চুল­ী গুলো বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়। মানবিক কারণে ১ মাসের মধ্যে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ও অপসারণ করার শর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু শাহাজাদা ইলিয়াস মুচলিকা দেওয়ায় কর্তৃপক্ষ বিবেচনায় নেন। প্রশাসনের এমন অভিযানে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানালেও মেনে নিতে পারেনি কতিপয় ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com